মাগুরার শালিখায় দেশে চলমান শয়তানের খোঁজ (ডেভিল হান্ট) অভিযান পরিচালনায় আল-আমিন কাজী(৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরবেলা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আল-আমিন কাজী শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজীর ছেলে।
এসময় তার বাড়ি থেকে ১টি এক নলা বন্দুক (দেশীয়), ১টি কার্তুজ, ১০ টা রামদা (দেশীয় বড় দা), ১টা চাইনিজ কুরাল, ১টি চাপাতিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।
মাগুরা সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর শাফিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে শালিখা থানা ওসি তদন্ত মিলন কুমার ঘোষ বলেন, যৌথবাহিনী আল-আমিনকে আটক করে শালিখা থানায় সোপর্দ করেছে।
কেকে/এআর