নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া বাইকারদের দৌরাত্ম্য, ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইন ভঙ্গকারী চালকদের অনিয়ম পেয়ে ২০টি মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার শীতলক্ষ্যার দড়িকান্দি সেতুর পশ্চিম পাশে ইছাখালি প্রান্তে সহকারী কমিশনার ভূমি (পূর্বাচল রাজস্ব সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি তরিকুল আলমের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকালে সাংবাদিকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরেই রূপগঞ্জে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন অবাধে চলাচল করে আসছিল।
পাশাপাশি বেপরোয়া বাইক চালিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে আসছিল কিশোর গ্যাং সদস্যরা। আমরা সড়ক নিরাপত্তা ও যানবাহনে শৃঙ্খলা রক্ষায় অবৈধভাবে চলাচলরত সব যানবাহনগুলোকে আইনের আওতায় নিয়ে আসব।
কেকে/এএস