ইসলামিক রিলিফ কানাডা অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত রংপুরের কাউনিয়ায় গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহ প্রকল্প (সীড) এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার ডা. মো. কামরুল ইসলাম। সভায় সীড প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর শাহজাদা মুহাম্মদ শরিফ ইসলামিক রিলিফ বাংলাদেশের ভিশন, মিশন এবং মূল্যবোধ ও সীড প্রকল্পের উদ্দেশ্য, মূল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় প্রকল্পের বিভিন্ন স্থির ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সীড প্রকল্পের সহকারি সুরক্ষা এবং অন্তর্ভুক্তি কর্মকর্তা শারমিন সুলতানা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইসলামিক রিলিফ বাংলাদেশ একটি আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়ে দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন তথা দারিদ্রতা হ্রাসের লক্ষ্যে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় রংপর জেলার দুই উপজেলার চারটি ইউনিয়নে দুই হাজার পরিবারের ভাগ্য উন্নয়নে কাজ করছে।
এর মধ্যে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে এক হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারগুলো দ্রুতই তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে কার্যক্রম শুরু হয়েছে। কর্মশালায় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, ইমাম, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সীড প্রকল্পের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএম