দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাসের ব্যবধানে জনবহুল এলাকা থেকে আবারো একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৫০-৩০০ পরিবার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাষ্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকায় ভোর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সাধারণ লোডশেডিং মনে করেন স্থানীয়রা। সকালে জানতে পারেন পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফর্মারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। এতে ভোগান্তিতে পড়েছেন ই এলাকার সাধারণ মানুষসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। কখন ঠিক হবে তা নিয়ে রয়েছে উদ্বিগ্ন। ট্রান্সফর্মার থেকে মাত্র ১০ গজের মধ্যে ১টি এতিমখানা মাদ্রাসা ও দোকানপাট থাকার পরেও এত বড় চুরির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। দুই মাস আগেও পৌর এলাকার সুজাপুর গ্রামের প্লাস্টিক কারখানার সামনে থেকে ১টি ট্রান্সফর্মার চুরি হয়। ওই ঘটনায় ১ জনকে আটক করলেও এখন পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ।
ফুলবাড়ী আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন জানান, চুরি হওয়া ট্রান্সফর্মারটি ২৫০ কেভির। যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদুৎ সেবা পায়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফর্মার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগের ট্রান্সফর্মার চুরির ঘটনায় এক আসামি গ্রেফতার করা হলেও চুরি হওয়া ট্রান্সফর্মারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
কেকে/এএম