খুলনায় আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন। এ সময় পুলিশ কর্মকর্তা আলী আকবার শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষনার পর তাকে কারাগারে নেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আলী আকবার শেখ সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।
২০১৬ সালের ২২ মার্চ পুলিশ কর্মকর্তা আলী আকবারের বিরুদ্ধে ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন।
খুলনা থানার মামলা নং-২৫ (তাং ২২/০৩/১৬)। মামলার তদন্ত শেষে আলী আকবারকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক নাজমুল হাসান।
কেকে/এএস