সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের আহ্বান জানান উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর। এসময় তিনি নেতাকর্মীদের জেল থেকে মুক্ত করার আশ্বাস দেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তী কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জাকির হোসেন বাবুর সঞ্চালনায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলার যুবদলের আহবায়ক জহীর উদ্দিন বাবর।
জহীর উদ্দিন বাবর বলেন, উপজেলার সবচেয়ে নির্যাতিত খিলপাড়া ইউনিয়ন। এ ইউনিয়নের আমাদের দুই জন নেতা গুম করে হত্যা করা হয়েছে, ফাঁসির দন্ড মাথায় নিয়ে আছেন দুজন, অনেক নেতাকর্মী জেলে রয়েছেন। আমরা আমাদের নেতা ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন এর সহযোগিতায় আমাদের নেতাকর্মীদের মুক্ত করবো।
এসময় তিনি যুবদলের সকলের সহযোগিতা কামনা করে এক সাথে কাজ করার আহবান জানান।
আরো বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ন আহবায়ক সুলতান বাবর, যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন ফিরোজ, যুগ্ম আহবায়ক সাইফুল আযম জগলু, রবিউল আউয়াল সজীব, যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, মৎস্যজীবী দলের আহবায়ক রাসেল হোসেন, চাটখিল উপজেলা বিএনপির সদস্য জালাল আহমেদ জালাল, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন খোকন, জিয়া ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তারেক আজিজ সিপন, কায়সার হামুদ মিন্টু, যুগ্ম আহবায়ক মো. শান্ত, যুবদলের নেতা মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক বাবুল শেখ, ইতালি প্রবাসী যুবদল নেতা ওমর ফারুক প্রমুখ।
কেকে/এজে