শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে      তিন বিভাগে ৩ দিন বজ্রবৃষ্টির আভাস      খিলগাঁওয়ে স-মিলে আগুন      মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন: ড. ইউনূস      ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্য চাই’      রাসূল (সা.) এর কটুক্তিকারীর শাস্তির দাবিতে গোবিপ্রবিতে বিক্ষোভ      বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত সচিব তপন কুমার      
গ্রামবাংলা
মাদ্রাসায়‌ গিয়ে অসুস্থ ১৪ ছাত্রী, হাসপাতা‌লে ভ‌র্তি
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৭ পিএম  (ভিজিটর : ৬৪)
অসুস্থ হ‌য়ে পড়া এক শিক্ষার্থী। ছবি: প্রতিনিধি

অসুস্থ হ‌য়ে পড়া এক শিক্ষার্থী। ছবি: প্রতিনিধি

খুলনার কয়রায় পাঠদান চলাকা‌লে একই মাদ্রাসার ১৪ ছাত্রী অসুস্থ হ‌য়ে প‌ড়ে‌। অসুস্থ শিক্ষার্থীরা কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে চি‌কিৎসা‌ধিন র‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়া‌রি) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার ঘুগরাকা‌টি ফা‌জিল মাদ্রাসায় আক‌স্মিক এ ঘটনা ঘ‌টে।

অসুস্থ হ‌য়ে পড়া শিক্ষার্থীরা হ‌লো, রিফা তসনিম, সুমাইয়া সি‌দ্দিকা, মীম, আখি, জুঁই, মি‌থিলা, কুলসুম, হা‌মিদা, কেয়া, মীম সুলতানা, তন্নী, অ‌রিসা, হুমাইরা, উর্মী। তারা সক‌লেই দশম শ্রেণির ছাত্রী।

স‌রেজ‌মিনে বেলা ২টার দি‌কে কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে যে‌য়ে দেখা যায়, মীম না‌মের এক ছাত্রী‌কে অক্সিজেন দেয়া হ‌চ্ছে। এছাড়া ক‌য়েকজন‌কে স‌্যালাইন দেয়া হচ্ছে। সুস্থ‌ অনুভব হওয়ায় ক‌য়েকজন শয‌্যার উপ‌রে ব‌সে র‌য়ে‌ছে। হাসপাতা‌লে ছাত্রী‌দের অভিভাবক ও শিক্ষক‌দের ভীড় র‌য়ে‌ছে। তারা  ছাত্রী‌দের যত্ন নি‌চ্ছেন। 

অসুস্থ ছাত্রীরা জানান, তা‌দের বুক ধড়পড় ক‌রে ও দমবন্ধ হ‌য়ে যে‌তে থাকে। ক‌য়েকজ‌নের ব‌মি হয়। নাক দি‌য়ে রক্ত প‌ড়ে। চার জন অচেতন হ‌য়ে প‌ড়ে। 

প্রথ‌মে অসুস্থ হ‌য়ে পড়া দশম শ্রেণির ছাত্রী রিফা তাস‌নিম জিবা ব‌লেন, সকা‌লে মাদ্রাসায় আসার পর থে‌কে বুক ব‌্যথা ক‌রে ও শ্বাসকষ্ট হ‌তে থা‌কে। একপর্যা‌য়ে নাক দি‌য়ে রক্ত বের হয় ও অচেতন হ‌য়ে প‌ড়ি। এরপ‌রে আর কিছু বল‌তে পা‌রি না। এখন অনেকটা ভা‌লো লাগ‌ছে। 

মাদ্রাসার অধ‌্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সুজা উদ্দীন ব‌লেন, মাদ্রাসায় পাঠদান চলাকা‌লে রিফা না‌মের একজন ছাত্রীর শ্বাসকষ্ট শুরু। সে অচেতন হ‌য়ে প‌ড়ে। প‌রে আরো তিনজ‌নের শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষ‌ণিক আমরা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তাকে অব‌হিত ক‌রি। তা‌দের‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করার প‌রে আরো ক‌য়েকজন  অসুস্থ হ‌য়ে প‌ড়ে। সক‌লেই হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধিন র‌য়ে‌ছে। ক‌য়েকজন ইতোম‌ধ্যে সুস্থ হ‌য়ে উঠে‌ছে।

কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ক‌রিম ব‌লেন, সংবাদ পে‌য়ে তাৎক্ষ‌ণিক এ‌্যাম্বু‌লেন্স পা‌ঠি‌য়ে অসুস্থ চারজন শিক্ষার্থী‌কে হাসপাতা‌লে নি‌য়ে আসি। প‌রে আরো ১০ জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। তা‌দের তেমন কোন সমস‌্যা হয়‌নি। তারা গণ মনোরোগজনিত রো‌গে আক্রান্ত। একজন অসুস্থ হ‌য়ে পড়ায় আতং‌কে আরো ক‌য়েকজন অসুস্থ হ‌য়ে প‌ড়ে। তা‌দের চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে। ‌

‌তি‌নি আরো ব‌লেন, শিক্ষার্থীরা শা‌রি‌রিকভা‌বে অনেকটা দুর্বল। এছাড়া অধিকাংশই সকা‌লে না খে‌য়ে মাদ্রাসায় যায় ব‌লে তথ‌্য পে‌য়ে‌ছি। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  কয়রা   মাদ্রাসায়‌ গিয়ে অসুস্থ ১৪ ছাত্রী   হাসপাতা‌লে ভ‌র্তি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না: অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, নারীসহ নিহত ২
দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
টঙ্গীতে গ্রাহকের টাকা নিয়ে উধাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ
পরকীয়ার জেরেই স্বামী সন্তানের হাতে বলি স্কুলশিক্ষিকা মিলি
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝