শেরপুরের নালিতাবাড়ীতে শান্তির স্বপক্ষে তারুণ্যের পদযাত্রার ব্যানারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নালিতাবাড়ীর আয়োজনে ও জাতীয় নাগরিক কমিটি নালিতাবাড়ী শাখার সহযোগিতায় মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনার মোড়ে এসে পথসভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব শাহানুর রহমান সায়েম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, মুখ্য সংগঠক মোর মজিদ জিতু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার মেহেদী হাসান, রবিউল ইসলাম , ফারহান কাইফ, তুহিন, কাউসার মোব্বাসির ও জাতীয় নাগরিক কমিটি নালিতাবাড়ী উপজেলা শাখার প্রতিনিধি দলের সদস্য আলমগীর কবির মিথুন, জুবায়ের আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বিগত আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তির দাবি জানিয়ে মুজিববাদ সংবিধানের বিলুপ্ত চান।
কেকে/এএস