বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
শিরোনাম: সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের      জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা      আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান      বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র      ‘নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে’      ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন      প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল      
প্রিয় ক্যাম্পাস
সিলেটে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম  (ভিজিটর : ১৯৯)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনব্যাপী এ আয়োজনে আরো ছিল ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫, কতিপয় সেমিনার ও প্রদর্শনী।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কামরুন নাহার সিদ্দীকা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে কামরুন নাহার সিদ্দীকা বলেন, আজকে যারা নতুন তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা কীভাবে আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চান এবং তাদের চিন্তাভাবনাকে আমরা কীভাবে পৃষ্ঠপোষকতা করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকের আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা তাদের উদ্যোগগুলোকে সাবার সামনে উপস্থাপনের সুযোগ পেলেন। তরুণরা সাধারণত চাকুরির পেছনে ছুটতে চান, কিন্তু চাকুরি না পেলে হতাশাগ্রস্থ হয়ে যান। এমতাবস্থায় যখন একজন তরুণকে কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত করা যায় বা তার চিন্তাভাবনাকে নার্সিং করা যায় তখন সে অনেকের চাকুরির সংস্থান করতে পারে এবং সমাজে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

তিনি আরো বলেন, আমরা তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই এবং তাদের চিন্তাচেতনা আমাদের জাতি গঠনে কীভাবে ভূমিকা রাখতে পারে এই লক্ষ্যে আইসিটি ডিভিশন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট এবং দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। ‘স্টার্টআপ ফান্ডামেন্টালস: মাস্টারিং দ্য অ্যাসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং এ বিজনেস’ শীর্ষক মাস্টারক্লাসে বক্তব্য প্রদান করেন অ্যান্ডুরিংএক্সের প্রতিষ্ঠাতা ও টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিওও মির্জা সালমান হোসেন বেগ। ‘দ্য স্টার্টআপ জার্নি: অ্যান ইন্সপায়ারিং স্টোরি অব বিল্ডিং এ বিজনেস ফ্রম দ্য গ্রাউন্ড আপ’ শীর্ষক ফায়ারসাইড চ্যাটে বক্তব্য রাখেন বিডিজবস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর এবং অথল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান জুয়েল।

পরবর্তীতে ‘ফ্রম আইডিয়া টু স্কেল: দ্য স্টার্টআপ জার্নি’ এবং ‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট: নেভিগেটিং দ্য ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘ফ্রম আইডিয়া টু স্কেল: দ্য স্টার্টআপ জার্নি’ শীর্ষক প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। প্যানেলিস্ট হিসেবে ছিলেন শাহির চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সিইও, শিখো; মুবীর মাহমুদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, সক্রিয় টেকনোলজিস লিমিটেড; এরশাদুর রহমান তালুকদার, সহ-প্রতিষ্ঠাতা, ইনভার্স এআই; সৈয়দ রেজওয়ানুল হক, সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, টেকনেক্সট এবং স্টাফ এশিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফারহাত শফি চৌধুরী প্রমুখ।

‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট: নেভিগেটিং দ্য ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন মো. আলতামিশ নাবিল, হেড অব অ্যাডভাইজরি বোর্ড, স্টার্টআপ সিলেট, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক – ইউনেট। প্যানেলিস্ট হিসেবে ছিলেন বিডিজবস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর, অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও ও অ্যান্ডুরিংএক্সের প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ এবং শিখো-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী। এতে তরম্নণ অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ও স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সাথে সরাসরি নেটওয়ার্কিং-এর সুযোগ পান এবং তাদের মধ্যে স্টার্টআপ সম্পর্কিত ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

প্যানেল আলোচনার পর ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর সিলেট পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগিরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে ‘পিচিং কম্পিটিশন’-এ অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো ইনক্লুসিকেয়ার, প্রীতিলতা, অটোমামা, গেম চেঞ্জার, সাইনটক, সিনারবোটিকস, ইলেকট্রিক ও দাঁড়িকমা।

ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলিকে উৎসাহিত করা। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি প্রধান বিভাগ রাজশাহী ও রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহে সামিট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের রাজশাহী ও রংপুর পর্ব অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা (১৭ ফেব্রুয়ারি, খুলনা ও বরিশাল পর্ব); জিইসি কনভেনশন সেন্টার, চট্টগ্রাম (২২ ফেব্রুয়ারি, চট্টগ্রাম পর্ব) এবং সর্বশেষ চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় (ঢাকা ও ময়মনসিংহ পর্ব) ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে। ইয়ুথ স্টার্টআপ সামিটের সিলেট পর্বে, শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব ক্যাম্পাস পার্টনার, স্টার্টআপ সিলেট কমিউনিটি পার্টনার এবং নলেজ পার্টনার হিসেবে ছিল লাইটক্যাসল।

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের সিলেট পর্বে ১ম স্থান অর্জন করে ‘সাইন টক’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘ইনক্লুসিকেয়ার’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘দাঁড়িকমা’ প্রকল্প। ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জকারী প্রকল্পসমূহকে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম।

কেকে/এএম







মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে আইওএম’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১
কুয়েটে ভিসির পদত্যাগের পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি বিক্ষোভ
সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
বকশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

মুচলেকা দিয়ে ফের শিক্ষক লাঞ্ছিত করেছেন প্রধান শিক্ষক!
ধামরাইয়ে ‘জুলাই ২৪’ শহিদ সাদের নামে রাস্তার কাজ উদ্বোধন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল
ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে অটোরিকশা খাদে পড়ে নিহত ১ আহত ৩
উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ, থানায় মামলা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close