শহিদ কাশেমের রক্তের বদলা হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি নোয়াখলীর অন্যতম সংগঠক তুহিন ইমরান। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহিদ হওয়া বীর কাশেমের গায়েবানা জানাজা ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলে এ দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার মডেল মসজিদ সংলগ্ন যৌথ এ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী।
এসময় তুহিন ইমরান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে আর কোনো অযুহাত চাই না, কোনো দলের মতামত চাই না। আমরা ২ হাজার শহিদ এবং আমাদের বীর কাশেমের রক্তের বদলা হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নিষিদ্ধ করতে হবে। কারণ এ দলটি গণহত্যার সাথে জড়িত। তারা নাগরিকদের আয়নাঘরের মত জায়গায় আটকে রেখে মানবতাবিরোধী অপরাধ করেছে। এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। দ্রুত সন্ত্রাসী সংগঠন হিসেবে এ দলকে নিষিদ্ধ করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, নোয়াখালী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মডেল মসজিদের ইমামের ইমামতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা শেষে কফিন নিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা। বিক্ষোভটি মডেল মসজিদ থেকে শুরু হয়ে সুপার মার্কেট হয়ে পৌরসভার মেইন সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত ভবনের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য তুহিন ইমরানসহ তাহসান হাবীব, ইয়াছিন আরাফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব বনী ইয়ামীন প্রমুখ।
এসময় বক্তারা দাবি করেন, দেশ আজও ফ্যাসিবাদী শক্তির দখলে। আওয়ামী লীগ সন্ত্রাসীদের মদদে চলা এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।
কেকে/ এমএস