শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫,
২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: তথ্য ফাঁসকারীকে ছাড়াই আয়নাঘর পরিদর্শন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ      মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জোনায়েদ সাকি      ডিসেম্বরে হতে পারে নির্বাচন: দুবাই সামিটে ড. ইউনূস      নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব: আলী রীয়াজ      আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তি থেকে শিখি, ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী      ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: বিএনপি      শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ      
গ্রামবাংলা
ফাগুন বরণ উৎসবে রঙিন ভিক্টোরিয়ার আঙিনা
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২১ পিএম  (ভিজিটর : ২৪)
তারুণ্যের উৎসব ও উদ্যোক্তা মেলা। ছবি: প্রতিনিধি

তারুণ্যের উৎসব ও উদ্যোক্তা মেলা। ছবি: প্রতিনিধি

২৯ হাজার শিক্ষার্থীর ফাগুন বরণ উপলক্ষে তারুণ্যের উৎসব ও উদ্যোক্তা মেলা। মেলার মাঠে বাতাসে পিঠার মিষ্টি গন্ধ। মাঠে শিক্ষার্থীদের রঙিন নৃত্য। মুখে মুখে মিষ্টি পিঠার স্বাদ নেয়ার হিড়িক। এমন চিত্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার খেলার মাঠ। 

বৃহস্পতিবারের (১৩ ফেব্রুয়ারি) এই আয়োজনে স্থান পায় ৩১টি স্টল। বর্ণিল পিঠা আর শিক্ষার্থীদের বসন্ত সাজে এক দিনের জন্য রঙিন হয়ে উঠে ক্যাম্পাস। সেই সাথে আছে উদ্যোক্তাদের মেলাও। 

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, কলেজের ২২টি বিভাগ, কলেজের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন উদ্যোক্তারা স্টল গুলো বসিয়েছে। এতে শত রকমের পিঠার প্রদর্শনী করে শিক্ষার্থীরা। আছে বই, ব্যাংকিং সুবিধার তথ্য কেন্দ্র।

এর মাঝে রয়েছে ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, দুধ চিতই, বিবিখানা, চুটকি, চাপড়ি, ক্ষীর কুলি, গোকুল, গোলাপ ফুল পিঠা, লবঙ্গলতিকা, রসফুল, জামদানি, ঝালপোয়া, ঝিনুক, নকশি, চাঁদ পাকান, ছিট, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাটিসাপটা, পাকান, পানতোয়া, মালপোয়া, মালাই, মুঠি, কলা পিঠা, তেলপোয়া, দুধরাজ, ফুল ঝুরি, ফুল পিঠা, বিবিয়ানা, গোলাপ পিঠা, সেমাই পিঠা, জামাই পিঠা ইত্যাদি।

সরেজমিনে দেখা যায়, খেলার মাঠ শিক্ষার্থীর উপস্থিতিতে গমগম করছে। নতুন পিঠার স্বাদ নিতে বিভিন্ন স্টলে দেখা গেল উপচেপড়া ভিড়। সেই সাথে ছাত্র শিবিরের আইসিএস পাবলিকেশন ও ছাত্রদলের পিঠার স্টলেও দেখা গেছে শিক্ষার্থীদের আনাগোনা। আর এসবের সবচেয়ে ভিন্ন দিক হলো জুলাই বিপ্লবের স্মৃতি। আনন্দের ফাঁকেও একটি স্টল জানানো হয়েছে জুলাই বিপ্লবের আহত ও শহিদদের নিয়ে। সেখানে স্থান পেয়েছে বিপ্লবে ছাত্রলীগের নির্যাতনের শিকার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তামিমের ছবি। এসব স্টল ঘুরে শিক্ষার্থীদেও কথা শোনেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঞা, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসানসহ কলেজের শিক্ষক কর্মকর্তাগণ।

কলেজের রসায়ন বিভাগের আবদুল কাদেও বলেন, ফাল্গুনের এক ফোঁটা ভালোবাসার ছোঁয়া পেয়েছে ভিক্টোরিয়া কলেজ। এত সুন্দও আয়োজন আসলেই মুগ্ধ করে।

অনুষ্ঠানটির আহবায়ক অধ্যাপক আনোয়ার হোসেন বলেণ, মনমুগ্ধকর আয়োজন। শত রকমের পিঠায় ভরে উঠেছে কলেজের এই আঙ্গিনা। চেষ্টা করেছি শিক্ষার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে। সবার সহযোগীতায় চমৎকার প্রোগ্রাম হয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঞা বলেন, আমাদের শিক্ষার্থীরা এত প্রতিভাবান আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটি স্টল ঘুরেছি। সেগুলো খুবই চমৎকার করে সাজানো। নানান ধরনের পিঠা, পাবলিকেশনে মুগ্ধ করা পরিবেশ।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ফাগুন বরণ উৎসব   রঙিন ভিক্টোরিয়া  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ, সদস্য সচিব সিফাত
সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
চবিতে শিক্ষকের ওপর হামলা, ১২ শিক্ষার্থী বহিষ্কার
ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ এনে ববি উপাচার্যের বাসভবনে তালা
তথ্য ফাঁসকারীকে ছাড়াই আয়নাঘর পরিদর্শন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

সর্বাধিক পঠিত

নানা প্রতিকূলতাকে ছাপিয়ে জাবি ভর্তি পরীক্ষায় ৪৬ বছর বয়সি তকু
ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেফতার
যৌন নিপীড়নের দ‌ায়ে বাকৃবি অধ্যাপককে চাকরি থেকে অপসারণ
মিথ্যা চাদাবাজির মামলায় জামিনে কারামুক্ত হলেন সাংবাদিক হৃদয় হাসান
মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জোনায়েদ সাকি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝