বছর ঘুরে আবার এলো ভালোবাসা দিবস। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেকেই। তারকারাও ব্যতিক্রম নন। এবার ভালোবাসাকে নতুনভাবে ব্যাখ্যা করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।
সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নানা বিষয়ে কথা বলেন বুবলী। ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব। এটি শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়, বাবা-মা, ভাইবোন কিংবা স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমি মনে করি, কাছের মানুষদের জন্য প্রতিদিনই ভালোবাসার দিন।
নিজের ভালোবাসার পরিধি ব্যাখ্যা করে বুবলী আরো বলেন, আমার কাছের মানুষদের ভালোবাসি, তবে আমার বিশেষ ভালোবাসা শুধুই আমার সন্তানের জন্য।
মানুষের আচরণ সম্পর্কে কথা বলতে গিয়ে বুবলী বলেন, আমার মনে হয়, আমাদের আচরণ খুবই গুরুত্বপূর্ণ। দিনশেষে আমরা সবাই মানুষ এবং একদিন মাটির সঙ্গে মিশে যাব। তাই এমন কিছু করা উচিত নয়, যাতে অন্যরা কষ্ট পায়।
ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী ভালোবেসে সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন। তবে সেই সম্পর্ক চিরস্থায়ী হয়নি। বর্তমানে তিনি একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে সিঙ্গেল জীবন কাটাচ্ছেন। যদিও সন্তানের কারণে শাকিব খানের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রয়েছে।
এদিকে বুবলীর হাতে রয়েছে দুটি সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘জংলি’ ও ‘পিনিক’ সিনেমা, যেখানে তিনি অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও আদর আজাদের বিপরীতে।
কেকে/এএম