সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা      হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      
সোশ্যাল মিডিয়া
তথ্য ফাঁসকারীকে ছাড়াই আয়নাঘর পরিদর্শন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৯ পিএম  (ভিজিটর : ২৭৫)
ছবি: ফেসবুক থেকে

ছবি: ফেসবুক থেকে

আয়নাঘর নিয়ে প্রতিবেদন তৈরির সময় সাহস করে কেউ সাক্ষ্য দিতে এগিয়ে আসেননি। নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিলের অনুরোধে সর্বপ্রথম রাজি হন মালয়েশিয়া যুবদল নেতা শেখ মো. সেলিম হোসাইন। এছাড়াও আল-জাজিরার সাংবাদিক সায়ের জুলকারনাইনের মাধ্যমে রাজি করানো হয় কর্নেল হাসিনুর রহমানকেও। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানান।

আরো জানা যায়, জীবনের চরম ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে আয়নাঘরকে জনসম্মুখে আনেন কর্নেল হাসিনুর রহমান। তিনি আয়নাঘরের বিস্তারিত জেনে ছিলেন দাবি করেন। প্রথমে আল-জাজিরা টেলিভিশনে ইন্টারভিউ দেন, তা বিশেষ কোনো কারণে হয়ত প্রচার হয়নি। ওনাকে সাহায্য করেন জুলকারনাইন সায়ের, তারপর জুলকারনাইনের হাত ধরে তাসনিম খলিলের নেত্র  নিউজ। যা প্রচার হয় ২০২২ সালের জুলাই মাসে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে কর্নেল হাসিনুর রহমান এমন তথ্য প্রকাশ করেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

কর্নেল হাসিনুর রহমানের ফেসবুক পোস্ট তুলে ধরা হলো- ‘চরমভাবে মর্মাহত। জীবনের চরম ঝুঁকি নিয়ে  বাংলাদেশে থেকে আয়নাঘরকে জনসম্মুখে আনি আমি। আমি আয়নাঘরের বিস্তারিত জেনে ছিলাম। প্রথমে আল-জাজিরা টেলিভিশনে ইন্টারভিউ দেই, তা বিশেষ কোনো কারণে হয়ত প্রচার হয়নি। আমায় সাহায্য করে জুলকারনাইন সামীর, তারপর জুলকারনাইনের হাত ধরে তাসনিম খলিলের নেত্র নিউজ। যা প্রচার হয় ২০২২ সালের জুলাই মাসে। এরপর বিদেশি বাংলা চ্যানেলগুলোতে জেনারেল আজমী জীবিত এবং আয়নাঘরের অবস্থান সুন্দর করে বুঝিয়ে দেই। আমার বিরুদ্ধে ১০টির অধিক আইসিটি ধারায় মামলা হয়। মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি উপস্থাপন করি।’

এতে তিনি লিখেন, ‘গতকাল প্রধান উপদেষ্টা সরজমিন দেখতে যান। আমি ছাড়া অনেকেই ছিলেন। যারা গিয়ে ছিলেন তাদের লজ্জা লাগেনি। আমি মনে করি, সব কিছু বলে খোলসা করে দিব। ১১ তারিখ রাতে গুম কমিশনের সদস্য নাবিলা আপুকে রিং করে ছিলাম। এমন ভাব নিলেন উনি তেমন ওয়াকিবহাল নন। তবে আমি নিশ্চিত ছিলাম পরিদর্শনের বিষয়ে সবটাই নাবিলা করেছেন। এখন কথা, নাবিলা আমাকে কেন সংযুক্ত করেননি। আসলে নাবিলা পর্দার আড়ালে ফ্যাসিস্টকে সাহায্য করেছে। যারা গিয়েছেন তারা সরকারের জন্য তথা মামলা প্রমাণে ভূমিকা রাখতে পারবে না।  ক্ষতিগ্রস্তদের মাঝে যদি একজনের নাম থাকে, তা আমার থাকার কথা।  আসিফ নজরুল ও নাবিলা গং-দের নজরে রাখতে হবে।’

একটা বিষয় পরিষ্কার করা দরকার জানিয়ে তিনি আরো লিখেন, ‘গুম হওয়া ক্ষতিগ্রস্তদের শেরাটনের খাবার ও হুর পরীদের সেবাযত্ন যদি দেওয়া হয় তাতে গুম অপরাধের গুরুত্ব কমে না। তবে তুলনা করা যায়, আমরা কে কেমন ছিলাম। জেনারেল আজমী ছিলেন এসি রুমে, খাবার পছন্দে স্বাধীনতা ছিল, ব্যারিস্টার আরমান ভাই উচ্চ কমপ্লেক্সে ছিলেন। এখানে গরম কম। আর আমি ছিলাম ওভেনে। ১০ রুমের কমপ্লেক্স। কূটনৈতিক ক্যাপ্টেন মারুফ জামানের ভাষায়, আমার সেলগুলো হলো টর্চার সেল। কারণ তিনি উভয় সেলে ছিলেন। আরমান ভাই কোনো সুবিধা পাননি যা জেনারেল আজমী পেয়েছন। আমি তো তুলনা করবই। একে ১০ সেল তার সঙ্গে বড় বড় শব্দ সৃষ্টিকারী এক্সস্ট ফ্যান। সব কিছু মিলিয়ে ব্যারিস্টার আরমান ভাইকে দীর্ঘ আয়ুর জন্য দোয়া রইল।’

তিনি আরো লিখেন, ‘বি জেনারেল হাসান নাসিরসহ আমরা আয়নাঘর থেকে বন্দিদের মুক্তির জন্য কচুখেত চেকপোস্টের সামনে ৫ আগস্ট ২০২৪ মধ্যে রাত পর্যন্ত দাবি নিয়ে ছিলাম। গুম কমিশনের নাবিলা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে। জেনারেল আজমীর কী উচিত ছিল না- বি. জেনারেল হাসান নাসির ও হাসিন কেন থাকবে না এটা জানা।’

কেকে/এজে

আরও সংবাদ   বিষয়:  তথ্য ফাঁসকারী   আয়নাঘর   পরিদর্শন   সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, বিক্ষোভকারীদের ওপর বিএনপির হামলা
ধানক্ষেতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর
শ্রীমঙ্গলে ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
ভিসির পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close