গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আল-মামুন মন্ডল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধাপেরহাট বন্দরে এ ঘটনা ঘটে।
নিহত আল মামুন মন্ডল ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলের দিকে ধাপেরহাট বন্দরের মহাসড়কে আল মামুন মন্ডল অবস্থান করছিলেন। এরই মধ্যে একদল দুর্বৃত্ত তাকে হামলা করে। এসময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ধাপেরহাট বন্দরে হামলার ঘটনায় আল মামুন মন্ডল নামের এক যুবক নিহত হয়েছে।
কেকে/ এমএস