বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নিজামউদ্দিন অনুসারী মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
নিহত ব্যক্তি হলেন- খুলনা জেলার লবনচরা থানার বাঙ্গালগলি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে দিদার তরফদার।
মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, খুলনা জেলা হতে আসা দিদার তরফদার নামে এক মুসল্লি হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাকে ইজতেমা মাঠ থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বাদ আসর থেকে নিজামউদ্দিন মারকাজ অনুসারীদের তত্বাবধানে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
কেকে/এজে