মাগুরার শালিখা উপজেলার ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কারের কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই কাজটি চলবে শনিবার পর্যন্ত।
ফলে পায়ে হেঁটেই সেতু পার হয়ে ইজি বাইক বা বাসে উঠে গন্তবের দিকে ছুটছেন পথচারীরা। তবে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর পাল্লার যাত্রীদের। এমনই একজন পথচারী ইসমাইল হোসেন।
তিনি বলেন, আমি ফরিদপুর থেকে এসেছি, যাব যশোরে, তবে সেতু সংস্কারের বিষয়ে জানা না থাকায় একটু দুর্ভোগে পড়েছি। অপর এক পথচারী মাগুরা সদর উপজেলার চাঁনপুর গ্রামের সালাম মোল্যা বলেন, যদিও একটু ভোগান্তি পোহাতে হচ্ছে তবে সেতুটি সংস্কার করাতে বেশ উপকার হবে। কারণ সেতুটি আগের চেয়ে একটু হলেও উঁচু হবে।
এর আগে গত বুধবার মাগুরা সড়ক ও জনপথ বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সেতু সংস্কারে মাগুরা-যশোর মহাসড়কের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া পাশাপাশি বিকল্প সড়ক হিসেবে মাগুরা-ঝিনাইদহ-যশোর মহাসড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা সড়ক অঞ্চলের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণথ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর দড়াটানা মোড় থেকে মাগুরা ভায়না মোড় জাতীয় মহাসড়কের ৩১তম কিলোমিটার অংশে অবস্থিত ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর রেট্রফিটিং কাজে গার্ডার লিফ্টিং এবং এক্সপ্যানশন জয়েন্ট রিপ্লেসমেন্ট কাজ শুরু হবে।
এ কাজ চলাকালীন সময়ের মধ্যে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা পর্যন্ত আড়পাড়া সেতুতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে মাগুরা-যশোর মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে মাগুরা-ঝিনাইদহ-যশোর মহাসড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আড়পাড়া সেতু এড়িয়ে আঞ্চলিক সড়কগুলো ব্যবহার করতেও কোনো বাধা নেই।
এ ব্যাপারে মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, জনস্বার্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
কেকে/এজে