গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে জমি নিয়ে বিবাদে বসতবাড়ির বাউন্ডারী ভাঙচুর ও গাছ কেটেছে প্রতিপক্ষের লোকজন।
অভিযোগে জানা যায়, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামের জামিরুল ইসলাম ও তার স্ত্রী মেরিনা বেগমের সাথে জেনারুল ওরফে জাহিদ, জিয়াউর রহমান, মোসলেম উদ্দিন ও তাপসী গংদের জমি নিয়ে বিবাদ চলে আসছিল ।
দীর্ঘদিন থেকে জামিরুল ইসলাম ও তার স্ত্রী মেরিনা বেগম বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। ঘটনার দিন ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোরে জামিরুল ইসলাম ও তার স্ত্রী মেরিনা বেগমের ভোগ দখলীয় বসত বাড়ির জমিতে অনধিকার প্রবেশ করে জেনারুল ওরফে জাহিদ, জিয়াউর, মোসলেম উদ্দিন, তাপসী বেগম। তারা লাঠি ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জামিরুলের বসতবাড়ির বাউন্ডারি ভাঙচুর করে।
এসময় ৬টি আম গাছ, ৩টি লিচু গাছ, ২টি লেবু গাছ, ২টি পেঁপে গাছ এবং মাল্টার গাছ কাটা পড়ে। এসব কাজে বাঁধা দিলে তারা মেরিনা বেগম ও তার স্বামী জামিরুলকে হত্যার হুমকি দেয়।
বর্তমানে জামিরুল ও মেরিনা বেগম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা। এদিকে ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে মেরিনা বেগম বাদী হয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।
এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সাজেদুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এদিকে, আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেনারুল ওরফে জাহিদ গংরা আবারো হামলা ও জামিরুল ইসলামের বসত বাড়ির উঠানে ছাপরা ঘর উঠানোর পাঁয়তারা চালাচ্ছেন বলে ভুক্তভোগী মেরিনা বেগম জানান।
কেকে/এজে