শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
গ্রামবাংলা
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি আহ্বায়ক মাজেদ, সচিব মনি
আরিফুল হক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫০ পিএম  (ভিজিটর : ৬৮)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ও ৮৪ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক ঘোষণা করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েতুল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই  কমিটি প্রকাশ হাওয়ার প্রায় দুই বছর আগে ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মিসভা করা হয়েছিল।

কমিটিতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তরজেলা বিএনপির সদস্য আয়নাঘরে নির্যাতিত প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ উত্তরজেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া ৮৪ সদস্যের ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির কমিটিতে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েদুল হককে আহব্বায়ক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকোকে সদস্য সচিব করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

দলীয় নেতাকর্মীরা জানান,গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামীলীগের শাসনামলে উপজেলা বিএনপির শতশত নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে ঈশ্বরগঞ্জে বিএনপিকে টিকিয়ে রেখেছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

সর্বশেষ গত বছরের ৩০ জুলাই  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আর্থিক সহায়তা করার অভিযোগে সিটিটিসির (পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) একটি দল তাঁকে তাঁর গুলশানের বাসা থেকে তুলে কথিত আয়নাঘরে নিয়ে গিয়েছিল। সেখানে আটকে রেখে তাঁর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। গুরুতর অসুস্থ হলেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। পরে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পতনের পর তিনি ছাড়া পান। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন,একজন মানবিক মানুষ। হাজারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই মাজেদ বাবুকে আহব্বায়ক করায় বিএনপির সকল নেতাকর্মীসহ সাধারণ জনগণ উচ্ছ্বসিত।

এ প্রসঙ্গে নব ঘোষিত ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন,' আমি প্রথমেই ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাই সুন্দর একটি কমিটি দেওয়ার জন্য। আমি উপজেলার সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরও মজবুত করতে একসাথে কাজ করার আহবান জানান মনি। তিনি আরও বলেন, সকল ইউনিয়নে বিএনপির সম্মেলন করে জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করা হবে।

এ বিষয়ে সদ্য ঘোষিত ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,' বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিল। প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এই নতুন কমিটি।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জমি সংক্রান্ত বিরোধে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলা, আহত-২
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বজ্রপাতে প্রাণ গেল ছোট ভাইয়ের, গুরুতর আহত বড় ভাই
বিয়ের জন্য নামাজি ছেলে চান অভিনেত্রী আইশা

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ২০
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আধিপত্য বিস্তারে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫০

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝