গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশ- বিদেশের লাখ লাখ মুসল্লি এ জুমার নামাজে অংশ নেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে ইমামতি করেন হযরত মাওলানা সাদ'র কান্ধলোভী বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর ০১: ৪৫ মিনিটে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
লাখ লাখ মুসল্লির সঙ্গে শরিক হয়ে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই চারদিক থেকে মুসল্লিরা ইজতেমার ময়দানে আসতে শুরু করেন।
কেউ নৌকা যোগে, কেউ বিভিন্ন গাড়ি, কেউ কেউ ট্রেনে করে ইজতেমার ময়দানে এসে পৌঁছান। ময়দানে, সড়ক-মহাসড়ক, খালি জায়গাসহ বিভিন্ন স্থানে পলিথিন, খবরের কাগজ ও চট বিছিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। এদিকে ঢাকা-ময়মনসিংহ ও কামারপাড়া সড়কেও নেই যানজট। যানজট নিয়ন্ত্রণ ও মুসল্লিদের নিরাপত্তায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।
জুমার পরে বয়ান করবেন- ভাই ওয়াসিফুল ইসলাম (কাকরাইল)। আসরের পরে বয়ান করবেন হাফেজ মনজুর সাহেব(নিজাম উদ্দিন) বাংলায় তরজমা মাওলানা রুহুল আমিন। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা জমশেদ সাহেব (নিজামউদ্দিন) পরে তা বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বাদ আসর থেকে নিজামউদ্দিন মারকাজ অনুসারীদের তত্বাবধানে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
কেকে/আর