রংপুরের গঙ্গাচড়ায় 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে খলেয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোত্তালেবুল হককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক রাত আটটায় গঙ্গাচড়া থানাধীন খলেয়া ইউনিয়নের ভিন্নজগৎ বিনোদন কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোত্তালেবুল হক গঙ্গাচড়া থানা এলাকার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার খলেয়া ইউপি চেয়ারম্যান।
পুলিশ সুত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, ভীতি সৃষ্টি, হত্যাচেষ্টাসহ নাশকতার অভিযোগে গত বছরের ৩১ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। মোত্তালেবুল ঐ মামলার এজাহার নামীয় আসামি।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে খলেয়া ইউপি চেয়ারম্যান মোত্তালেবুলকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রাতেই আসামিকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/এআর