গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনিমের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। একটি চক্র তাঁর পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে প্রতারণা করছে, উল্লেখ করে ‘উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, গাজীপুর’ ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে ইউএনও লিখেছেন, ‘প্রিয় কাপাসিয়াবাসী আসসালামু আলাইকুম। সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি, কে বা কারা উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে ফোন দিয়ে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। সকলকে এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং তাদের কথায় প্ররোচিত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এ ধরনের প্রতারণা ঠেকাতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম বলেন, ‘প্রতারক চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুনেছি, আগের ইউএনও এবং এসি ল্যান্ডের নাম-পরিচয় দিয়েও প্রতারণার ঘটনা ঘটেছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘পুরুষকণ্ঠের এক ব্যক্তি নতুন ইউএনও হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
কেকে/এআর