রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: হামাস মুক্তি দিলেও, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু      মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে কুয়েট শিক্ষার্থীরা      জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার      গণপরিবহন নৈরাজ্যে ভুগছে ঢাকাবাসী      দুষ্কৃতকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: র‍্যাব      গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিভক্ত দায়িত্বশীলরা      ডেভিল হান্টের মধ্যেও সক্রিয় অপরাধীরা      
গ্রামবাংলা
বাঞ্ছারামপুরে ঐতিহ্যবাহী ২ দিনব্যাপী ৪ হাজার লোকের মেজবান অনুষ্ঠিত
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর,(ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪২ এএম  (ভিজিটর : ৬৫১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় দরিয়াদৌলত ইউনিয়নের কদমতলী কান্দাপাড়া মরহুম মোহাম্মদ মোরশেদ মিয়া বেপারীর স্মরণে দুই দিনব্যাপী ৪ হাজার লোকের ঐতিহ্যবাহী মেজবানের অনুষ্ঠিত হয়েছে। মেজবানটি সফল করতে শতাধিক স্বেচ্ছাসেবক দিনরাত ২ দিন বিনাপারিশ্রমিকে শ্রম দিয়েছে বলে জানা গেছে। 

মোরশেদ  ট্রেডার্সের  আয়োজনে এই মেজবান বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু করে আজ শুক্রবার ২ দিনব্যাপী অনুষ্ঠিত হওয়ার পর শেষ হয়।

মরহুম মোরশেদ মিয়ার ছেলে আবু হানিফ, আবুল হোসেন, বাবুল ও রাসেল মিয়ার অবস্থানরত বেশ ঘটা করে এই মেজবানের আয়োজন করে থাকেন।

 উপজেলার কদমতলীতে ঐতিহ্যবাহী মেজবান আদিকাল থেকেই প্রচলিত হয়ে আসছে। এই ঐতিহ্যবাহী মেজবান সম্পর্কে জানা যায়, ৪ শত বছর  ধরে বাঞ্ছারামপুর মেজবানের প্রচলন শুরু হয়।

অতীতে ধনী লোকেরা বিভিন্ন উৎসব উপলক্ষ্যে গরিব লোকদের উন্নতমানের খাবারের আয়োজন করতেন। সেই থেকে মেজবানের প্রচলন চলে আসছে।এই মেজবানকে স্থানীয় ভাষায় মেজ্জানি বলা হয়ে থাকে। 

ব্রাহ্মণবাড়িয়া বাইরে অন্যান্য জেলায় এই মেজবানকে জেয়াফত বলা হয়।

মেজবান সাধারণত কারো মৃত্যুবার্ষিকী, কুলখানি, চল্লিশা, ওরশ শরিফ, মিলাদ মাহফিল, নতুন বাচ্চার আকিকা, গায়ে হলুদ, নতুন ঘরে ওঠা অথবা নতুন ব্যবসায়-বাণিজ্য শুরু করার আগে মেজবানের আয়োজন করে থাকে।

ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী মেজবানে যেসব খাবারদাবার পরিবেশন করা হয়, সেগুলো অসাধারণ সুস্বাদু হয়ে থাকে।

বহু লোকসমাগম ও মজাদার খাবারের প্রতি সবার বেশ আকর্ষণ থাকে। মেজবানের খাবারের সঙ্গে অন্যান্য খাবারের তুলনা চলে না।

মেজবানে সাধারণত গরুর মাংস দিয়ে নানা পদের খাবার তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে, রান্না করা গরুর মাংস, চনার ডাল, গরুর নলা, মাষকলাই ডাল, গরুর কালোভুনা তৈরি করা হয়ে থাকে।

এসব মজাদার খাবারের প্রতি ধনী-গরিব সবার বেশ আকর্ষণ  থাকে। কোনো মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হলে সবাই বেশ আগ্রহের সঙ্গে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। প্রতিটি মেজবানে গরু, ছাগল, মহিষ, ভেড়া, গয়াল জবাই করা হয়। হাজার হাজার মানুষকে আপ্যায়ন করার জন্য অসংখ্য গরু, মহিষ জবাই করা হয়। বেশ উৎসবমুখর পরিবেশে মেজবানি খানা রান্না করা হয়। শত শত মানুষ মেজবানি খাবার রান্না করা এবং আয়োজনের ব্যাপারে সম্পৃক্ত থাকে। একসঙ্গে অসংখ্য মানুষ এখানে খাবার গ্রহণ করে থাকে।

দেশের সর্ববৃহত্ এই অনুষ্ঠানে গ্রাম, মহল্লা থেকে  সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করে থাকে। ধনী-দরিদ্র, শ্রেণি-পেশা বা ধর্ম সবার জন্য থাকে উন্মুক্ত। 

মহরম মোরশেদ মেয়াদ ছেলে আবুল হোসেন  বলেন, আমার বাবার স্মরণে এ মেজবাহিনী অনুষ্ঠান করা হয়েছে। আমরা সবাইকে  খাওয়াতে পেরে অনেক আনন্দিত। আল্লাহ যেন আমাদের এভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দান করে। 

প্রতিবেশী  ফারুক  ও ইকবাল মুক্তার বলেন, এত বড় অনুষ্ঠান আমরা কখনো দেখি নাই, এই অনুষ্ঠানের আয়োজন দেখে আমরা খুব আনন্দিত। সবাই আমরা একত্রিত হয়েছি। আত্মীয়-স্বজন অনেক মানুষ একত্রিত হয়েছে। সবাই তাদের সহায়তা করেছি, যেনো হাজার হাজার মানুষকে তৃপ্তি সহকারে খাওয়ানো সম্ভব হয়।মেজবানে  বিভিন্ন খাবার আইটেম ছিলো। এত বড় মেজবান অনুষ্ঠান দেখে আমরা আনন্দিত।"

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি
চকরিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
হামাস মুক্তি দিলেও, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু
উলাইল প্রমথ চন্দ্র বিদ্যায়তনে তারুণ্যের উৎসব উদযাপন

সর্বাধিক পঠিত

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝