বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাইনা, যে বাংলাদেশ থেকে আলেম-ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাইনা, যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম-ওলামাদেরকে জেলে ঢুকানো হয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করলে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে অযোগ্য শাসক আমাদের শাসন করবে। আমরা এমন বাংলাদেশ চাইনা, যে বাংলাদেশে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, ঘুম এবং খুন থাকবে।
শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) রাতে কুমিল্লা দেবিদ্বারের ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফের দুই দিনব্যাপী ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিল এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আরো বলেন, আমরা এমন বাংলাদেশ চাই! যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ, তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা এমন বাংলাদেশ চাই! যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারব।
দেবিদ্বারবাসীর উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের কাছে আমার আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বটা পালন করবেন। আপনারও মনে করবেন আপনারা একটা নেতৃত্ব এবং আপনারও একজন নেতা।
কেকে/এআর