সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় ও মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে চলা বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ তৃতীয় ধাপে ষষ্ঠ দিনে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। চরতপসী, বুড়াগৌরঙ্গ, সোনারচর ও বঙ্গোপসাগরের মোহনায় চলা অভিযানে এ জাল জব্দ করা হয়।
শুক্রবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে অবৈধ বেয়াড় জাল, চরঘেরা জাল, বেহুন্দি জাল জব্দ করা হয়।
অভিযানকালে প্রায় ৬০ লক্ষ টাকার জাল জব্দ করা হয়।
পরে সেসব অবৈধ জাল কোড়ালিয়া লঞ্চঘাটে শুক্রবার সন্ধ্যায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ অফিসার শাহাদাৎ হোসেন রাজু। তিনি বলেন, মৎস্যসম্পদ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস