সিরাজগঞ্জে অভিনব কায়দায় একটি কাভার্ডভ্যানে ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। এসময় ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. উসমান গণি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফরমান হোসেন (৪০) ও ঠাকুরগাঁও জেলার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন ইসলাম মাসুদ (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে (১৪ ফেব্রুয়ারি) ১০টার দিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃদ ১টি কাভার্ডভ্যান, ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএস