সালথায় আ.লীগ নেতা সেলিম মাতুব্বর গ্রেফতার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১০ পিএম আপডেট: ১৫.০২.২০২৫ ৩:০৮ পিএম (ভিজিটর : ৫৫৯)

সেলিম মাতুব্বর, ছবি : প্রতিনিধি
ডেভিল হান্ট অভিযানে ফরিদপুরে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক সেলিম মাতুব্বর (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে মাঝারদিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারী, নারি নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ ১৩টি মামলা আছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।
কেকে/এআর