বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র বঞ্চিত, কথা বলার স্বাধীনতা বঞ্চিত ও নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত। তিনি হাসিনাকে উদ্দেশ করে বলেন, এই রাক্ষসী দানবকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইজ্জত সম্মান আর কিছুই থাকবে না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মেঘনা উপজেলার মানিকারচর এল এল মডেল উচ্চ
বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ১৭টি বছর শেখ হাসিনার ভয়াবহ নিপীড়ন নির্যাতনের মধ্যে আন্দোলন সংগ্রাম করেছে।
এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৪ বছরের শিশুকে হত্যা করতে পারে সে আমাদেরও ফাঁসি দিতে পারবে। ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কে মরল কে বাঁচল শেখ হাসিনার কাছে তা কোনো ব্যাপার না।
রিজভী আরো বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের ফাঁসি হতো। আমরা ছাত্র-জনতার তাজা প্রাণের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে যদি ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনার পালিত পুলিশের বুলেটের সামনে বুক পেতে না দিত তাহলে এই দেশে স্বাধীনতার মুখ দেখা হতো না। এখন বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তিতে জীবনযাপন করতে পারছে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি এ দেশের দেশপ্রেমিক মানুষের দল। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে গণতন্ত্র চর্চা করার অভ্যাস করতে হবে। হাসিনার সরকার এই সেলিম ভূঁইয়াকে একের পর এক মিথ্যা মামলা হামলায় জর্জরিত করেছে। আগামীতে মেঘনা হোমনায় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ওয়াদুদ মুন্সীর সভাপতিত্বে ও মেঘনা উপজেলা যুবদল নেতা মাসুরুদ হক সরকারের সঞ্চালনায় রিজভী আরো বলেন, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহসাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী প্রমুখ।
কেকে/এএস