বুধবার, ২৬ মার্চ ২০২৫,
১২ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ২৬ মার্চ ২০২৫
শিরোনাম: লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা      জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা      আজ মহান স্বাধীনতা দিবস       মাঠজুড়ে খেললেন হামজা, জয়ের আফসোস নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ      শতাধিক গাড়ির শোডাউন, সারজিসের ব্যাখ্যা চাইলেন ডা. তাসনিম জারা      শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন      ‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন আবেদন      
রাজনীতি
রাক্ষসী দানবকে বাঁচিয়ে রাখলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে: রিজভী
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৯ পিএম  (ভিজিটর : ২১৯)
কুমিল্লায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কুমিল্লায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র বঞ্চিত, কথা বলার স্বাধীনতা বঞ্চিত ও নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত। তিনি হাসিনাকে উদ্দেশ করে বলেন, এই রাক্ষসী দানবকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইজ্জত সম্মান আর কিছুই থাকবে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মেঘনা উপজেলার মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ১৭টি বছর শেখ হাসিনার ভয়াবহ নিপীড়ন নির্যাতনের মধ্যে আন্দোলন সংগ্রাম করেছে।

এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৪ বছরের শিশুকে হত্যা করতে পারে সে আমাদেরও ফাঁসি দিতে পারবে। ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কে মরল কে বাঁচল শেখ হাসিনার কাছে তা কোনো ব্যাপার না। 

রিজভী আরো বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের ফাঁসি হতো। আমরা ছাত্র-জনতার তাজা প্রাণের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে যদি ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনার পালিত পুলিশের বুলেটের সামনে বুক পেতে না দিত তাহলে এই দেশে স্বাধীনতার মুখ দেখা হতো না। এখন বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তিতে জীবনযাপন করতে পারছে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি এ দেশের দেশপ্রেমিক মানুষের দল। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে গণতন্ত্র চর্চা করার অভ্যাস করতে হবে। হাসিনার সরকার এই সেলিম ভূঁইয়াকে একের পর এক মিথ্যা মামলা হামলায় জর্জরিত করেছে। আগামীতে মেঘনা হোমনায় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ওয়াদুদ মুন্সীর সভাপতিত্বে ও মেঘনা উপজেলা যুবদল নেতা মাসুরুদ হক সরকারের সঞ্চালনায় রিজভী আরো বলেন, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহসাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী প্রমুখ।

কেকে/এএস


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট কালোবাজারীর মুলহোতা আটক
মোহনপুরে আলোচিত কৃষক হত্যার প্রধান আসামি দুই ভাই গ্রেফতার
বাগাতিপাড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪
বৈশ্বিক স্বাস্থ্য প্রযুক্তি প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে শাবিপ্রবির ‘সাইনটক’
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে

সর্বাধিক পঠিত

সোহেল হত্যার হুকুম দাতা ভাইরাল রনি গ্রেফতার
গাজীপুরের পূবাইলে বিদেশি মদসহ গ্রেফতার ২
হত্যা মামলার আসামি করে বাড়িঘর লুটপাট ও ভাঙচুর
অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, জীবন দিয়ে ঋণ শোধ
লালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা সমাবেশ

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close