কথাসাহিত্যিক মুহম্মদ নিজামের নতুন উপন্যাস ‘রক্ত শ্বাপদ প্রেম’ আসছে অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে বায়ান্ন প্রকাশনী, আর এর প্রচ্ছদ করেছেন জাওয়াদ উল আলম।
উপন্যাসটি পাওয়া যাবে বায়ান্ন প্রকাশনীর ৭৫৬ নম্বর স্টলে, এবং এর মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫২ টাকা।
বইটি সম্পর্কে জানতে চাইলে মুহম্মদ নিজাম বলেন, ‘রক্ত শ্বাপদ প্রেম’ মূলত চব্বিশের গল্প। এই গল্প এক লোমহর্ষক খুনের, প্রদীপের নিচে ঘনিয়ে থাকা অন্ধকারের।
কেকে/এএম