নীলফামারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা শহরের টেনিস কমপ্লেক্সে ওই প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে বেলা ১২টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বক্তৃতা দেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিচারক, রেফারি ও সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবু, কারাতে ফেডারেশনের পঞ্চগড় জেলার প্রশিক্ষক সোয়েব আলী, ধ্রুব কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও নীলফামারীর জেলার কোচ গায়িত্রী রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক প্রমুখ।
বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে বক্তারা বলেন, নিজের আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তার বিকাশেও সহায়ক। এছাড়া কারাতে প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা নিজেদের আত্মরক্ষা করতে পারে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে আয়োজনে প্রতিযোগিতার বাস্তবায়ন করে নীলফামারী ধ্রুব কারাতে একাডেমি। জেলা প্রশাসনের ত্বত্তাবধানে সহযোগিতা করে জেলা ক্রীড়া দফতর ও জেলা ক্রীড়া সংস্থা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় নীলফামারী, পঞ্চগড় ও রংপুর জেলার তিনটি গ্রুপে ৬০ জন প্রতিযোগি অংশ নেয়। তাদের মধ্যে নীলফামারী জেলা ২২টি, পঞ্চগড় জেলা ১৩টি এবং রংপুর জেলা ৯টি পুরস্কার লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জ্যোতি বিকাশ চন্দ্র জেলায় কারাতে প্রশিক্ষণ বিকাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
কেকে/ এমএস