‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই স্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর শেরপুর নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বসন্ত মানেই নতুন প্রাণের কলরব এই শিরোনামে পৌর শহরের সেজুঁতি অঙ্গনে ওই পাঠচক্রের ৮০তম আসরে জয়জিৎ দত্ত শ্যামলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক মাহমুদুল আহসান লিটন, শিক্ষক এসএম হান্নান।
কপোতি দে ও একুশে দ্যুতির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতিমান সায়েদুল ইসলাম, শিক্ষক শান্তি সাহা, শিক্ষক সম্পদ দে, শিক্ষক সজল কর্মকার, অমিত চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেকে/এএম