দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সওজের জায়গা অবৈধভাবে দখলে নিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হয়ে হাজার হাজার একর ফসলী জমি চাষাবাদের অযোগ্য হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
জানা যায়, সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকায় সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখলে নিয়ে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় ভূইয়া পাড়ার মৃত মো. ইসমাইলের ছেলে মো. ইকবাল ভূইয়া ও মৃত মো. ইব্রাহিমের ছেলে আবদুল কাদের। মহাসড়কের পাশে পানি নিষ্কাশনের এই জায়গায় স্থাপনা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং জলাবদ্ধতার ফলে কয়েক হাজার একর সফলী জমি চাষাবাদের অযোগ্য হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সওজ দোহাজারী, ইউএনও সাতকানিয়া ও সহকারী কমিশনার (ভূমি) সাতকানিয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
অভিযুক্ত আবদুল কাদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার বাপ-দাদার জায়গাতে দোকানঘর নির্মাণ করছি, এতে বাধাঁ দেয়ার কে আছে? অন্য অভিযুক্ত ইকবাল ভূইয়াকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এজে