মসজিদের দানবাক্সের টাকা চুরি করতে গিয়ে হাতে-নাতে আটক হয়েছে দুই চোর। উত্তেজিত জনতা তাদের মাথার চুল কেটে, জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের রঘুরচর পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চর শিবপুর গ্রামের আবুল হোসেন (৪২) এবং শফিকুল ইসলাম (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই চোর প্রথমে স্থানীয় লস্করদী মসজিদে চুরি করে। পরে গজারিয়ায় এসে মসজিদের দানবাক্সে হাত দিতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা তাদের মারধর করে, মাথার চুল কেটে, জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দানবাক্স চুরির কথা স্বীকার করেছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, স্থানীয়রা তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি, এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, এই দুজন পূর্বেও আড়ালিয়া গ্রামের মসজিদ থেকে দানবাক্সের টাকা এবং মাইকের মেশিন চুরি করেছিল।
কেকে/এএম