বৃহত্তর উত্তরা তথা ঢাকা-১৮ আসনের সাংবাদিকদের সংগঠন ‘উত্তরা প্রেস
ক্লাব’-এর বার্ষিক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,
ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কমিশনারদের আমন্ত্রণে ইসলামী আন্দোলনের নেতারা পর্যবেক্ষণে অংশ নেন।
দলটির পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন নগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন— জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মোস্তফা আল-মামুন, নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মাছউদুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ্ব আমিনুল হক তালুকদার, মুফতি আরমান হুসাইন ও মুহাম্মাদ নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নির্বাচন কমিশন ও প্রেস ক্লাব সংশ্লিষ্ট সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দের উপস্থিতিকে স্বাগত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেকে/এএম