ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি বরাবরই সংবাদের শিরোনামে থাকেন— সেটা হোক ব্যক্তিগত জীবন কিংবা সিনেমার পর্দার গল্প।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে এক রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই নায়িকা। সেখানে তিনি জানিয়েছেন, আজ রাত ১০টায় লাইভে এসে তার ভ্যালেন্টাইনের পরিচয় করিয়ে দেবেন।
পরীমণির পোস্টে লেখা ছিল— “আজ রাত ১০টায় লাইভে আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের পরিচয় করিয়ে দেবো। আসছি.....।”
এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, তিনি নতুন করে প্রেমে পড়েছেন এবং এবার তার প্রেমিককে পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন। তবে কেউ কেউ মনে করছেন, এটি হয়তো তার নতুন কোনো সিনেমা বা বিজ্ঞাপনের প্রচারণার কৌশল।
পরীমণি এর আগে একাধিকবার প্রেমে পড়েছেন, বিয়েও করেছেন। তবে সংসারে থিতু হতে পারেননি। বর্তমানে তিনি দুই সন্তান নিয়ে একাই সময় কাটাচ্ছেন। এ অবস্থায় হঠাৎ ‘ভ্যালেন্টাইন পরিচয়’ ঘোষণার পর নতুন করে গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে।
তবে সত্যিই কি পরীমণি নতুন প্রেমের খবর দেবেন, নাকি এটি তার আসন্ন সিনেমা ‘গোলাপ’ বা অন্য কোনো প্রজেক্টের প্রচারণা— সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে রাত ১০টা পর্যন্ত।
সম্প্রতি চিত্রনায়ক নিরবের সঙ্গে ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন পরীমণি। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো রূপালি পর্দায় জুটি বাঁধছেন তারা। গেল মাসে ‘গোলাপ’ ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে, যেখানে নিরবের উপস্থিতি দেখা গেছে।
কেকে/এএম