বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫,
৭ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: কুয়েট মেডিকেলে ভিসি-প্রোভিসিসহ ৩ জন অবরুদ্ধ      নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ আসামি খালাস      ২৭তম বিসিএস নিয়োগ বঞ্চিতদের রায় কাল      খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার রায় আজ      জুলাই গণহত্যা ও কুয়েটে ছাত্রদলের হামলার ভিডিও প্রদর্শনী আজ      দ্বন্দ্ব ও বিরোধ বাড়ছে নাগরিক কমিটিতে      ‘অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন’      
জাতীয়
শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে বৈঠক: আলী রীয়াজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৭ পিএম  (ভিজিটর : ৫৪)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে শিগগির প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই। এ কমিশনের মেয়াদ ছয় মাস। এজন্য আমরা যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই।

আলী রীয়াজ বলেন, আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগী করবেন বলে একমত হয়েছেন। তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশ নেবেন বলেও জানিয়েছেন। আমরা মনে করি, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন, সংলাপের ক্ষেত্রে আমরা দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। কিন্তু যেহেতু ছয়টি কমিশনের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য তাদের কিছুটা সময় দিতে হবে। আমরা চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সংলাপটি সম্পন্ন হোক। কেননা, এ সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার। যাতে আমরা দ্রুত সময় নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।

সংস্কার কমিশনকে বেঁধে দেওয়া ছয় মাসের মধ্যেই সংলাপ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা আশা করছি, যদি সম্ভব হয় ছয় মাসের মধ্যেই করে ফেলার। তবে আমরা তো সংস্কার প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি। রাজনৈতিক দলগুলোকেও সেগুলো পর্যালোচনা করতে হবে। এ লক্ষ্যে তাদের সময়ও দিতে হবে। ফলে আমরা মনে করছি কিছুটা সময় লাগবে। তবে বাস্তবতা হলো, আমরা চাচ্ছি যতদ্রুত সম্ভব সংলাপ এবং পর্যালোচনাগুলো শুরু করা।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  রাজনৈতিক দল   সংস্কার   বৈঠক   আলী রীয়াজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুয়েট মেডিকেলে ভিসি-প্রোভিসিসহ ৩ জন অবরুদ্ধ
বইমেলায় চবি শিক্ষক শাহ্ আলমের ‘হৃদয়ে জুলাই ৩৬’
নালিতাবাড়ীতে ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ আসামি খালাস
নীলফামারীতে কারিগরি শিক্ষার প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

সর্বাধিক পঠিত

পরকীয়া সম্পর্কের জেরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আদালতে দায় স্বীকার
গজারিয়ায় উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আটক
গঙ্গাচড়ায় ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি চাঁন মিয়া গ্রেফতার
প্রকৌশলীর জন্য থমকে কার্যক্রম, জনভোগান্তি চরমে
শ্রীমঙ্গলে মুসলিমবাগ সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে মানুষ

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝