গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে রেজাউল করিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর এরশাদ নগর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর পিকাপ চালক ও গাড়িটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত রেজাউল এরশাদ নগর ৩নং ব্লকের আল আমিনের ছেলে। সে বাবা মায়ের সাথে গাছা থানাধীন বড়বাড়ি গাছা রোড এলাকায় বাড়া বাসায় বসবাস করতো।
আটককৃত চালকের নাম মো. রিয়াজ। সে ভোলার বোরহান উদ্দিন থানার মধ্যম ছোট মানিকা গ্রামের মো. ইউসুফের ছেলে।
নিহতের চাচা মো. স্বপন জানায়, শনিবার সকালে মা ও বোনের সাথে আউচপাড়া এলাকায় তার বাসায় বেড়াতে আসে শিশু রেজাউল। পরে দুপুরের পর এরাশাদ নগর দাদির বাসায় যায় তারা। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো ড, ১১-১২১৩) চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক পিকআপ ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বলেন, গাড়ি এবং চালককে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।
কেকে/ এমএস