দৈনিক আমার দেশ প্রত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে কী করছে তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। যে দেশের শিক্ষার্থীরা মাতৃভূমির জন্য জেগে উঠেছে তারাই হবে এই দেশের রক্ষক। আমি মনে করি, আমাদের সময় এসে গেছে দেশের পতাকা হস্তান্তর করার, এই প্রজন্ম পতাকা হাতে নিতে প্রস্তুত।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘প্রশাসনিক ভবন-১’ এর সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, ভারত বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানে তাদের আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করে। শ্রীলঙ্কা ও নেপালে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও ভুটানের সাথে বাংলাদেশে তারা নিজেদের আধিপত্য বিস্তারে অনেকটা সফল হয়ে যায়। তবে সম্প্রতি বাংলদেশের ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের সাথে আমরা ভারতের আধিপত্যবাদের কবল থেকে রক্ষা পেয়েছি।
তিনি বলেন, ‘আমি এটা নিয়ে খুবই আশাবাদী যে আমাদের নতুন প্রজন্ম বুঝতে পেরেছে ভারত আমাদের মোস্ট এক্সটার্নাল এনিমি। যে দেশের নিরাপত্তায় শিক্ষার্থীরা জেগে উঠেছে, বাইরের দেশ থেকে শেখ হাসিনা যত ষড়যন্ত্র করুক তা নিয়ে আমি চিন্তিত না।’
সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত র্ছিলেন।
মতবিনিময় শেষে বিকাল সাড়ে ৫টায় ড. মাহমুদুর রহমান শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের মাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিমে আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশনে অংশ নেন।
কেকে/ এমএস