কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন চকরিয়ায় নলবিলা বিট কাম চেক স্টেশন ও কাকারা বিটের যৌথ অভিযানে বন্যহাতি চলাচল এলাকা থেকে অন্তত ২ হাজার ২’শ গজ জিআই তার জব্দ করেছে বনবিভাগ।
শনিবার (১৫ফেব্রুয়ারি) ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা-নলবিলা বিটের সীমান্ত রিজার্ভ বনভূমি থেকে এসব জিআই তার জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানাগেছে, ফাঁসিয়াখালী রেঞ্জ আওতাধীন নলবিলা বিট কাম চেক ষ্টেশন ও কাকারা বিটের কয়েকজন বনকর্মী প্রতিদিনের ন্যায় রিজার্ভ বনভূমি এলাকায় টহল করেছিল। ওই সময় কাকারা-নলবিলা বিটের বনকর্মীরা সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারটা পর্যন্ত যৌথ অভিযান চালায় বনকর্মীরা। অভিযানে কাকারা-নলবিলা বিটের সীমান্তে খতিয়ানভুক্ত আবাদকৃত ধান ক্ষেত সংলগ্ন বনবিভাগের জায়গায় হাতির ফাঁদ পেতে রাখা ২ হাজার ২শত গজ জিআই তার উদ্ধার করে জব্দ করেছেন দু'বনবিটের বনকর্মীরা।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, রেঞ্জের আওতাধীন কাকারা-নলবিলা বিটের সীমান্তে বন্যহাতি চলাচল জায়গা থেকে প্রায় ২ হাজার ২শত গজ জিআই তার উদ্ধার করে জব্দ করা হয়েছে। মূলত কিছু অসাধু ব্যক্তি ফসল রক্ষার জন্য এসব তার দিয়ে ফাঁদ পাতেন বনভূমির জায়গায়।সকলকে হাতি সুরক্ষায় বনভূমি, পাহাড়, চলাচল রাস্তা এবং জলাশয় যেখানে হাতি পানি খায় ও গোসল করে সেগুলোকে রক্ষা করা খুবই প্রয়োজন।
তিনি আরো বলেন, ইতিমধ্যে বিভিন্ন বনবিট এলাকায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে বনবিভাগ থেকে মাইকিং, সভা-সমাবেশও করা হয়েছে। তাছাড়া মানুষের মাঝে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে মানুষ হাতিকে শত্রু না ভেবে বন্ধু হিসাবে গ্রহণ করে, কারণ হাতি না থাকলে বনভূমি রক্ষা পাবে না।
কেকে/ এমএস