শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫,
৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস       হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের      কর্মবিরতি স্থগিত, একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল      জামায়াত আমিরের স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা      অনিশ্চিয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল       দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার      হৃদয়ের বীরত্বগাথা সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ      
খোলাকাগজ স্পেশাল
সাংস্কৃতিক উৎসব বন্ধের তৎপরতা
হুমকির মুখে জুলাই বিপ্লবের চেতনা
প্রণব আচার্য্য
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৬ এএম  (ভিজিটর : ১১২)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সম্প্রতি কথিত ‘তৌহিদী জনতার’ তৎপরতায় বইমেলায় বিশৃঙ্খলাসহ বেশকিছু অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়। যা জনমনে শঙ্কার সৃষ্টি করে। এর মধ্যে গত শুক্রবার ‘একদল ব্যক্তির হুমকির মুখে’ স্থগিত হয়ে যায় ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাধায় রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হতে পারেনি বসন্ত উৎসব। টাঙ্গাইলেও লালন স্মরণোৎসবেও স্থানীয় দুই সংগঠনের বাধা আসে। পরে শর্তসাপেক্ষে তাদের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়। 

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পতিত শক্তি। কিন্তু জনগণের ঐক্যবদ্ধতায় সেই অপচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। এর মধ্যে এ ধরনের ঘটনা নাগরিক সমাজে উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের মত, এ ধরনের ঘটনা দেশকে অস্থিতিশীল করারই পাঁয়তারা। এতে উৎসাহ পাবে পতিত শক্তি। সংস্কৃতিজনরা এসব ঘটনার পেছনের ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের ঘটনা অভ্যুত্থানের চেতনাবিরোধী। 

উদীচীর শিল্পীগোষ্ঠীর সাধারণ জামশেদ আনোয়ার তপন বলেন, এ ঘটনাগুলো আমাদের ঐতিহাসিক চব্বিশের গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। সরকারের দায়িত্ব ছিল এ ঘটনাগুলোকে প্রতিহত করা। 

নাট্যকর্মী দীপক সুমন বলেন, কয়েকজনের কথায় দেশের সব বন্ধ হয়ে যাচ্ছে। এদের খুঁজে বের করা হচ্ছে না কেন। এদের পেছনে কারা আছে। কোনোকিছু বন্ধ করার জন্য ৫ আগস্ট ঘটে নাই। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা অভ্যুত্থানের মূল চেতনা পরিপন্থি কাজ করছে। তাদের বিরুদ্ধে সরকাকে কঠোর হতে হবে। 

এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে উৎসব স্থগিতে বাধ্য হওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান গণমাধ্যমকে জানান, অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে, সবার নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি। 

জানা যায়, শনিবার বিকাল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে এ উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবের তিনটি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল ৮৫টি নাট্যদলের।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে। উৎসব হলে হামলা করারও হুমকি দেয় তারা।

উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি। তবে থানার ওই বৈঠকের খবর পেয়ে ‘উত্তেজিত কিছু লোক’ এসে মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের সাজসজ্জা খুলে ফেলে বলে ভাষ্য আয়োজকদের। 

এদিকে যথাযথ নিয়মে অনুমতি নেওয়ার পরও উত্তরায় বসন্ত উৎসব করতে পারেনি ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ’। পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, আমরা ভেন্যুর জন্য ভাড়ার টাকাও পরিশোধ করেছি। পুলিশ থেকেও অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়দের বাধার কারণে সেখানে অনুষ্ঠান করতে পারিনি। মূলত ইমন রহমান ফরহাদ নামের একজনের নেতৃত্বে এ বাধা দেওয়া হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে জানতে ইমনকে ফোন করা হলে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উত্তরার ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তরার উন্মুক্ত মঞ্চটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। তিনি বলেন, এ উৎসব আয়োজনে উত্তরায় ওনাদের যে প্রতিনিধি, তিনি আওয়ামী লীগের দোসর। যাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে তার নাম চাইলে ইমন বলেন, ওনার নামটা জানি না। 

টাঙ্গাইলে ফুলের দোকানে ‘তৌহিদি জনতা’র ভাঙচুর, ঘুড়ি উৎসব বন্ধ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুরের পর পাশের উপজেলা গোপালপুরে বন্ধ হয়ে গেল ঘুড়ি উৎসব। গতকাল শনিবার বিকালে গোপালপুর উপজেলার নলীন বাজারের পাশে এ উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল শুক্রবার উৎসববিরোধী একটি লিফলেট বিতরণ করা হয় ওই এলাকায়।

আয়োজকরা জানান, ওই লিফলেট পাওয়ার পরও তারা ঘুড়ি উৎসব বাস্তবায়নের কাজ করে যাচ্ছিলেন। কিন্তু ভূঞাপুরে ফুলের দোকানে হামলার ঘটনার পর উৎসব না করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
কয়েক বছর ধরে ‘আমরা গোপালপুরবাসী’ ফেসবুক গ্রুপ, শুভশক্তি বাংলাদেশ ও মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে আসছে।

শুক্রবার বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানাসংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে ‘তৌহিদি জনতা’র পরিচয়ে একদল লোক ভাঙচুর চালান। এ ছাড়া বিভিন্ন রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ করেন তারা। এ কারণে ভূঞাপুরে গতকাল উদীচী শিল্পীগোষ্ঠী বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করে।
উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান বলেন, ভালোবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বসন্তবরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ গ্রেফতার ৪
শরীয়তপুরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০
হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের

সর্বাধিক পঠিত

দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
অযত্ন অবহেলায় রৌমারীর প্রথম শহিদ মিনার
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০
কাপাসিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝