টাঙ্গাইলের মধুপুরে নেশার ওষুধ বিক্রি না করার ঘটনাকে কেন্দ্র করে একটি ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টায় মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার সোহাগ ফার্মেসীতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ফার্মেসীতে অজ্ঞাতনামা দুজন ব্যক্তি চেতনানাশক- নেশার ওষুধ কেনার জন্য দোকানে আসে। ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ দেওয়া যাবে না এমনটা বলে সোহাগ ফার্মেসীর মালিক মোঃ ফজলুল হক (৫২)। পরবর্তীতে নেশার ওষুধ বিক্রি না করায় ক্ষিপ্ত হয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
সোহাগ ফার্মেসীর মালিক মোঃ ফজলুল হক বলেন মাহফুজ, সোহাগ, জুয়েল, সুলতান, নাদিম সহ ১০/১৫ জন লোকজন ওষুধের দোকানে এসে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে এবং নগদ ১ এক লক্ষ্য ৫০হাজার টাকা লুট করে নিয়ে যায়। ভাংচুর ও লুটপাটের শব্দ শুনে বাজারের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা সটকে পড়ে। হামলাকারী মাহফুজ, সোহাগ, জুয়েল, সুলতান, নাদিম পৌর শহরের সান্দার পাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।
পরবর্তীতে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে শাস্তির দাবীতে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে মধুপুর শিল্প ও বণিক সমিতির সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ওষুধ ব্যবসায়ীরা। বিক্ষোভ শেষে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে একটি সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু তালুকদার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সরকার প্রমুখ।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে মধুপুর থানা পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আনে। মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কেকে/এআর