হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ টিম তাদের মিরপুর ও বাহুবল থেকে গ্রেফতার করেছে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, বাহুবল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আল সায়েম শাকিল ও লামাতাসি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়াকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।
আল সায়েম শাকিল উপজেলার মিরপুর ইউনিয়নের রাউদগাও গ্রামের মাস্টার আব্দুস সামাদের ছেলে এবং লামাতাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া নন্দানপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
কেকে/এএস