ঢাকার ধামরাই ও আশুলিয়ার আমতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান ও দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিনির্বাপক দল। তবে তার আগে তিনটি দোকার পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানায় একটি কনফেকশনারি, একটি বিকাশ আরেকটি ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল রানা বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
দোকান মালিকদের তথ্য অনুযায়ী আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্তপূর্বক জানা যাবে।
কেকে/এএস