গোয়াইনঘাটে স্কুল শিক্ষক সালেহ আহমদ ও ফতেপুর বাজারের ব্যবসায়ী শামীম আহমদকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার ফতেপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
স্কুল শিক্ষক সালেহ আহমদ জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এলাকাবাসী জানান গত ২ দিন আগে একটি রাজনৈতিক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
বক্তারা বলেন স্কুল শিক্ষক সালেহ আহমদ ও শামিম আহমদ তারা কখনও কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, ষড়যন্ত্র মূলক ভাবে রাজনৈতিক মামলা দেয়া হয়েছে। এই সব ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
গতকাল বিকেলে ফতেহপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ৬ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা আব্দুল করীম শিকদার, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওলীউর রহমান।
৬ নং ফতেপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও খেলাফত মজলিস নেতা হাসান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, জামাতে ইসলামি ফতেপুর ইউনিয়ন সভাপতি হাফিজ মিছবা উদ্দিন, খেলাফত মজলিস গোয়াইনঘাট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, জৈন্তাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এস.ইউ সাদ্দাম, সাংবাদিক এম আর নোমান,জাতীয়তাবাদী ছাত্রদল ফতেপুর ইউনিয়ন সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। ৬নং ফতেপুর ইউনিয়ন চাকুরিজীবী ঐক্য পরিষদ নেতা মাস্টার ফয়সল আহমদ, আল আমিন, সেলিম উদ্দিন সহ অনেকেই।
কেকে/এআর