নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাশিয়া প্রবাসী ড. শহিদুল হকের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক সাইনবোর্ড ঝুলিয়ে, পুরোনো গাছ কেটে পাকা দেওয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এমন ঘটনা ঘটে। ভুক্তভোগী রাশিয়া প্রবাসী ড. শহিদুল হকের নিয়োজিত কেয়ারটেকার সোলাইমান ও অহিদ আলী জানান, ১৯৯৯ সালে ডাক্তার শহিদুল হক টেকনোয়াদ্দা মৌজায় ১০০ সাড়ে ৮ শতক জমি ক্রয় করে বিগত ২৬ বছর ধরে ভোগদখলে ছিলেন।
কিন্তু ৫ আগস্টের পর টেকনোয়াদ্দায় করম আলীর ছেলে জজ মিয়া (৫৫), তার ছেলে মাহাবুর (৩০) ও রাবেয়া বেগম (৪৮) সহ সন্ত্রাসী দুলাল মিয়ার মাধ্যমে অজ্ঞাতনামা ৬/৭ জন সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক সাইনবোর্ড দিয়ে, গাছ কেটে পাকা দেওয়াল নির্মাণ শুরু করে। এতে বাধা দিলে প্রবাসীর নিয়োজিত কেয়ারটেকারদের ভয়ভীতি দেখাচ্ছে। এতে প্রবাসীর জমি বেহাত হওয়ার আশঙ্কা করছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জজ মিয়া বলেন, আমার স্ত্রী রাবেয়ার নামে ১৭ শতক ক্রয়সূত্রে মালিক হয়ে জমিতে কাজ করছি। বিগত সময়ে শহিদুল হকের প্রভাব খাটানোর কারণে দখলে যেতে পারিনি। তাই এখন সুযোগ পেলাম। থানায় বসলে কাগজ দেখাব।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, ঘটনার তদন্ত চলছে।
কেকে/এএস