অপারেশন ডেভিল হান্টে সারা দেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরেও অভিযান পরিচালিত হচ্ছে।
শনিবার ( ১৬ ফেব্রুয়ারি) রাতে এই বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মল কুমার ঘোষ (৬৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার গোপীনাথপুর বাজার এলাকার নিকুঞ্জ বিহারী ঘোষের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় অপারেশন ডেভিল হান্ট যৌথ অভিযান চালিয়ে নির্মল কুমারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস