দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে সভাপতি হয়েছেন রসায়ন ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ ২০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল খান।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ কমিটির অনুমোদন দেন টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ড. মো. শাহাদৎ হোসেন খান।
সাধারণ সম্পাদক নাজমুল খান বলেন, নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে যারা আমাকে দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই আমি টাঙ্গাইলের সিনিয়র থেকে জুনিয়র সবার মধ্যে দৃশ্যমান ঐক্য গড়ে অগ্রগতি নিশ্চিত করতে চাই। ঐক্যের সঙ্গে অগ্রগতি আবশ্যক। কেন না এখানে আসার আমাদের মূল উদ্দেশ্যই অগ্রগতি। অগ্রগতিতে সদ্য আসা জুনিয়র থেকে চলমান ব্যাচের কেউ সমস্যায় পড়লে যেন ঐক্য ও সৌহার্দ্যের সঙ্গে একে অপরের পাশে থাকতে পারি।
নতুন এ কমিটির সভাপতি রাহাত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রকল্যাণের ভূমিকা অতুলনীয় এবং আজ আমি অত্যন্ত গর্বিত যে, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য নির্বাচিত করা হয়েছে। টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে আসছে। এই সমিতির নতুন সভাপতি হিসেবে আমার লক্ষ্য হবে—শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক উৎকর্ষতাসাধন।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, আমাদের একাত্মতা ও সহযোগিতার মাধ্যমে আমরা সমিতির আদর্শকে আরো সুদৃঢ় এবং কার্যকরী করতে পারব। আমি সদস্যদের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা ছাত্রকল্যাণের লক্ষ্যে অগ্রগতি অর্জন করতে সক্ষম হই। আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে, ছাত্রদের স্বার্থরক্ষায় সবসময় সচেষ্ট থাকব। সবার সাহায্য এবং সমর্থন নিয়ে আমাদের এই যাত্রা সফল হবে।
কেকে/এএম