শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
গ্রামবাংলা
ধনবাড়ীতে সরিষাবার আবাদ বৃদ্ধি, বাম্পার ফলনের সম্ভাবনা
হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৩ পিএম  (ভিজিটর : ৩৮)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এ বছর সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। একদিকে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। এরপর ফুল থেকে সরিষার ছেঁই গজিয়ে বাম্পার ফলনের আভাস দিচ্ছে কিছু কিছু জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ২ হাজার ২শ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার এ উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার ৪শ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২ হাজার ৪শ ৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে এবার ২শ ৫ হেক্টর জমিতে সরিষা বেশি আবাদ হয়েছে। এর মধ্যে ৩৬ মেট্রিক টন সরিষা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছর বারি-১৪-১৭ ও বিনা-৯ জাতের সরিষা চাষ করা হয়েছে। ধান চাষ করে প্রতিবারই লোকসান গোনার কারণে কৃষক সরিষা আবাদ লাভজনক হওয়ায় ঝুঁকে পড়েছেন সরিষা আবাদের দিকে। সরিষা আবাদ করে এ উপজেলায় স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক।

অন্যদিকে স্থানীয় কৃষি বিভাগ সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে নানাভাবে প্রণোদনা দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে ৫হাজার ৬শ জন কৃষককে প্রতি বিঘার জন্য ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার ও ১ কেজি করে বীজ বিনামূল্যে দিয়েছেন।

হাতীবান্ধা লাভলু ও ঘোনারবন্ধ এলাকার কৃষক শামছুল হক চিন্তা মিয়া বলেন, সরকারিভাবে সার ও বীজ দেওয়া থেকে কৃষি অফিসারদের সার্বিক পরামর্শে সরিষার আবাদ ভালো করতে পেরেছি বাম্পার ফলনের সম্ভাবনা দেখছি। যদি দাম ভালো থাকে তাহলে আমরা কৃষকরা লাভবান হতে পারব।

মুশুদ্দি পূর্বপাড়া গ্রামের কৃষক হাসান আলী ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি সহযোগিতা না পেয়েও ২ বিঘা জমি সরিষার আবাদ করেছি। তবে সরকারিভাবে সার ও বীজসহ প্রয়োজনীয় সঠিক পরামর্শ পেলে হয়ত আরো বেশি ফলন হতো।

বীরতারা ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষিকর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কৃষিকে এগিয়ে নিতে সার্বিকভাবে মাঠ পর্যায়ে নিরলস কাজ করে যাচ্ছি।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান জানান, উপজেলা কৃষি অফিস থেকে ও কৃষি উপ-সহকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে জমির অবস্থানুযায়ী কৃষকদের সঠিক মাত্রায় সার এবং কীটনাশক দেওয়ার পরামর্শ দেওয়াসহ আবহওয়া অনূকূলে থাকায় ফলন ভালো হয়েছে।

এ ছাড়া সরিষা আবাদে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়েছে। গতবারের চেয়ে এ বছর সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। ফলনও ভালো হয়েছে আশা করা যাচ্ছে উৎপাদনও বৃদ্ধি পাবে।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
জমি সংক্রান্ত বিরোধে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলা, আহত-২
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আধিপত্য বিস্তারে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫০
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝