বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসন থেকে প্রথমবারের মতো শহিদ আবু সাঈদ বই মেলা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (১৬ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে শহিদ আবু সাঈদের বাবা ও শহিদ ফেলানির বাবা উদ্বোধন করবেন। প্রশাসন থেকে প্রথমবারের মতো আয়োজিত পাঁচ দিনব্যাপী এই বইমেলা চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলায় থাকছে বিশ্ববিদ্যালয়ের ১৭টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ ছাড়াও পাঁচ দিনব্যাপী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। লেখক-পাঠক আড্ডা, বিতর্ক, আবৃত্তি, বুক রিভিউ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিদিন ২টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
বইমেলায় ২১ ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন কবি আব্দুল হাই শিকদার এবং সমাপণী দিনে উপস্থিত থাকবেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আবু সাঈদ বই মেলার আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান।
উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহিদ আবু সাঈদের নামে এই বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শহিদ আবু সাঈদ স্মৃতি বইমেলা আয়োজনের খবরে শিক্ষার্থীরা আনন্দিত।
অনেকেই মনে করছেন, এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশকে আরো সমৃদ্ধ করবে।
কেকে/এএম