এগ্রিকো ও মালিক সিডস্-এর ছয় জাতের আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়ার তিস্তার চরে সরাসরি আলু খেতে এ দিবস অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলু চাষি ও মায়ের দোয়া বীজ ভান্ডারের সত্বাধিকারী তাজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকো ন্যাদারল্যান্ড প্রতিনিধি মি. পিটার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালিক সিডস্-এর ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মূশতারী, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুর রহমান, আলু চাষি মাহবুব আলম (নবাবগঞ্জ) প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মালিক সিডস্-এর মাঠ কর্মকর্তা পরিতোষ গোস্বামী।
বক্তারা বলেন, লেভান্তে জাতের আলু একটি উচ্চ ফলনশীল আলু। এ জাতের আলু ক্ষেতে তেমন ছত্রাকনাশক স্প্রে করতে হয় না।
এ ছাড়া অ্যালুয়েট জাতের আলুতেও তেমন ছত্রাকনাশক স্প্রে করতে হয় না। ৬০ থেকে ৭০ দিনের মধ্যে এ আলু ঘরে তোলা যায় এবং এ জাতের আলু আগাম ও দেরিতে রোপণ করা যায়।
এ আলুর রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ইতোমধ্যে এই আলু চাষে কৃষকদের মধ্যে সাড়া পড়েছে। তিস্তার চরে ৩৫ হেক্টর জমিতে বীজ আলু অ্যালুয়েট, রেনমি, লেভান্তে, কোরাজন, প্যারাডিসো ও ডায়মন্ড জাতের আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কেকে/এএম