জামালপুরের জামিয়া হোসাইনিয়াতে বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করে।
শুক্রবার (১ নভেম্বর) বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীরা দিনব্যাপী এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেন।
বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, “জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিআরএফ ইয়ুথ ক্লাবের টিমে কাজ করছে। মাদ্রাসা ভিত্তিক রক্তদানের আইডিয়া নিয়ে কাজ শুরু হয়েছে ২০১৮ সালে। এটি নিয়ে জার্নালে পাবলিকেশন হয় ২০২২ সালে। থ্যালাসেমিয়া রোগীদের রয়েছে রক্তের জন্য হাহাকার। অনেককে প্রতি মাসে রক্ত নিতে হয়। আমাদের কমিউনিটি ভিত্তিক কাজ করার কোন পশ্চিমা অর্থায়ন নেই, দিলেও সহজে নিব না। নিজেদের পকেটের টাকায় তাবলীগের কাজের মত আমাদের এই কমিউনিটির কাজ করার প্রচেষ্টা।”
বিআরএফ ইয়ুথ ক্লাবের ভলেন্টিয়ার আবু জোবায়ের জানান, ‘জামালপুরে আজ ২৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়। রক্তদানে উৎসাহিত করতেই আমরা এই ক্যাম্পেইন পরিচালনা করে আসছি। মাদ্রাসা কেন্দ্রিক কমিউনিটি বেইজড ব্লাড ব্যাংকের মাধ্যমে রোগীদের রক্তের চাহিদা পূরণে আমরা কাজ করছি।’
বিআরএফ ইয়ুথ ক্লাবের ভলেন্টিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর সফিউল্লাহ জানান, ‘বিআরএফ ইয়ুথ ক্লাব রক্তদান, বৃক্ষরোপণ, বন্যার্তদের পুনর্বাসন, পাঠাগার, পাঠচক্রসহ তরুণদের ইতিবাচক বিকাশে কাজ করে যাচ্ছে।’
কেকে/এজে